ঢাকা      শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
শিরোনাম

কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল

IMG
16 October 2025, 8:27 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের সামনে কঠিন পরিস্থিতি। বুধবার চাইনিজ তাইপের কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে স্বাগতিক জর্ডান। এই ম্যাচের পর চাইনিজ তাইপের মেয়েরা বড় ব্যবধানে জয়ের মাধ্যমে বাংলাদেশকেও হুঙ্কার দিয়ে রাখল।

বাংলাদেশ বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে খেলছে। সোমবার জর্ডানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শেষ মিনিটে গোল হজম করায় ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর দল। গ্রুপের তিন দলের মধ্যে চ্যাম্পিয়ন দলই এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আগামী বছরের ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে মূল আসর। সেই প্রতিযোগিতার টিকিটের জন্য বাংলাদেশকে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

বাংলাদেশের শেষ ম্যাচটি আগামীকাল শুক্রবার জর্ডানের আকাবা স্টেডিয়ামে রাত ১০টায় চাইনিজ তাইপের বিপক্ষে। এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া চাইনিজ তাইপের জন্য এক পয়েন্টই যথেষ্ট, কিন্তু বাংলাদেশের জন্য জয় ছাড়া বাছাই পেরুনো সম্ভব নয়। ফলে চাইনিজ তাইপে কিছুটা সুবিধা নিয়ে মাঠে নামছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪। চাইনিজ তাইপে ৪২তম অবস্থানে, বাংলাদেশের থেকে ৬২ ধাপ এগিয়ে। এটি প্রমাণ করে বাংলাদেশর জন্য প্রতিপক্ষকে হারানো কতটা চ্যালেঞ্জিং হবে। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ সিনিয়র নারী দল চাইনিজ তাইপের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে হেরেছিল, প্রথম ম্যাচে ০-৪ এবং দ্বিতীয় ম্যাচে ০-১ গোলে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন