ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন। শুক্রবার সাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন তিনি। এর আগে, রাত সাড়ে ১০টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘১৫ অক্টোবর রাতে ম্যাডাম (খালেদা জিয়া) মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখান পরীক্ষাগুলোর রিপোর্ট বোর্ড পর্যালোচনা করেছে। মেডিকেল বোর্ডের পরামর্শে ফিরোজায় ফিরলেন ম্যাডাম।’ তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছেন’।
এর আগে, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ড ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com