স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয়েছে।
বাংলাদেশ একাদশে নিয়েছে সৌম্য সরকারকে। তার সঙ্গে ওপেনিংয়ে সাইফ হাসান। তাওহীদ হৃদয় আছেন একাদশে। জাকের আলীকে বাদ দেওয়া হয়েছে। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ পেস অলরাউন্ডার ভর্তি একাদশ নিয়ে খেলছে। তাদের রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস পেস অলরাউন্ডার। আছেন স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ। তাদের সঙ্গে নিয়মিত স্পিনার গুডাকেশ মোতি। পেসার জাইডেন সিলসের সঙ্গে আছেন খেরি পেরি। ব্যাটিং ভরসায় ওপেনিংয়ে ব্রেন্ডন কিং, আলিস আথানজে থাকবেন। সব ঠিক থাকলে তিন নম্বরে কেসি কার্টি ও চারে খেলবেন অধিনায়ক শেই হোপ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com