ঢাকা      মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

প্রয়াত বলিউড কৌতুক অভিনেতা আসরানি

IMG
20 October 2025, 11:38 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আনন্দের মাঝেই শোকের আবহ। দীপাবলির আলো ম্লান করে চলে গেলেন বলিউড অভিনেতা আসরানি। কৌতুক অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। দীর্ঘ রোগভোগের পর আজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই অভিনেতা।

প্রয়াত অভিনেতার ভাইপো অশোক আসরানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজ সোমবার ভারতীয় সময় বিকেল চারটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি।

কৌতুক অভিনেতার প্রকৃত নাম গোবর্ধন আসরানি। অভিনয় করেছেন'শোলে', 'চুপকে চুপকে', 'মেরে আপনে', 'বাওয়ার্চি', 'অভিমান', 'সরগম'-এর মতো জনপ্রিয় সব ছবিতে। সত্তরের দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তার অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তার সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরতো। প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। তার মৃত্যুতে পাঁচ দশকের অভিনয় জীবনে ইতি ঘটলো।

সোমবার দীপাবলি, অসুস্থ অবস্থাতেও জানতেন আসরানি। জানা গেছে, মৃত্যুর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে উৎসবের শুভেচ্ছা জানান তিনি।

অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আসরানি। তিনি তার স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়ে গেছেন, তার শেষকৃত্যে যেন প্রচুর মানুষ ভিড় না করেন। অভিনেতার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনের উপস্থিতিতে আগামীকাল মঙ্গলবার মুম্বাইয়ে আসরানির শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৪০ সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। সেখানেই সেন্ট জ়েভিয়ার্স স্কলে পড়াশোনা। প্রথাগত শিক্ষার শেষে পরে পুনের ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। যাটের দশকের শুরুর দিকে তাঁর বলিউডে প্রবেশ।

ক্যারিয়ারের প্রথম দিকে তিনি বহু জনপ্রিয় ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরের দিকে অধিকাংশ ছবিতেই তাঁকে কৌতুক অভিনেতা হিসেবেই দেখা গেছে। অসামান্য দক্ষতা ও সময় জ্ঞানের মিশ্রণে ঘটিয়ে কৌতুক অভিনয়কে তিনি অন্য মাত্রায় নিয়ে গেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন