স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ইতোমধ্যে স্বাগতিকরা ৩ উইকেট হারিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান। সৌম্য সরকার ৩৫ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১১ রানে অপরাজিত আছেন।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারের সময় বিদায় নেন সাইফ হাসান। আকিল হোসেনের করা সেই ওভারের তৃতীয় বলটি তিনি ছক্কা হাঁকান। অবশ্য পরের বলেই প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন সাইফ। আকিলের লেংথ ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ দেন তিনি। তখন দলীয় রান ছিল ২২ রান।
দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গে জুটি বাঁধেন তৌহিদ হৃদয়। এ জুটি ১৯ রান সংগ্রহ করার পর বিদায় নেন হৃদয়। তাকে আকিল হোসেনের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান গুদাকেশ মোতি।
এরপর দলীয় ৬৮ রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১৫ রান তুলে সাজঘরের পথ ধরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com