ঢাকা      বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
শিরোনাম

তৃতীয় ওয়ানডে: সৌম্য ও সাইফের ফিফটি

IMG
23 October 2025, 2:56 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিকরা। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার শতক ছাড়ানো জুটি গড়েছেন।

বাংলাদেশ ১৯ ওভারে কোন উইকেট না হারিয়ে ১২৬ রান করছে। সৌম্য সরকার ৬১ বলে ৬৮ রানে অপরাজিত। সাইফ হাসান ৫৩ বলে ৫৫ রান নিয়ে খেলছেন। এর আগে গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে ৫৩ রানের জুটি গড়েছিল বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। চার স্পিনার ও এক পেসার আছেন বাংলাদেশ একাদশে। ওয়েস্ট ইন্ডিজও চার নিয়মিত স্পিনার নিয়েছে দলে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২০৭ রান করেও সহজ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২১৩ রান করে ইনিংসের শেষ বলে ক্যাচ ফেলে ম্যাচ টাই করে বাংলাদেশ। সুপার ওভারে ১ রানের জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন