ঢাকা      বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
শিরোনাম

চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে লিটন

IMG
23 October 2025, 6:28 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যায়নি। অবশেষে পুরোপুরি ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেন তিনি।

আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দু'টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এতে জায়গা হয়নি এশিয়া কাপে খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুবাইয়ে নেটে ব্যাট করার সময় পাঁজরে টান পড়ে লিটনের। ভারত ও পাকিস্তানের বিপক্ষে তাকে ছাড়া খেলতে নেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে পরের সিরিজেও ছিলেন না তিনি। সেই সিরিজ অবশ্য জিতেছিলো দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ অক্টোবর শুরু হবে এই সিরিজ। ২৯ ও ৩১ অক্টোবর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন