স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। সেঞ্চুরি মিস করলেও তার ইনিংসে বাংলাদেশ ২৯৬ রান তুলে ১৭৯ রানের বড় ব্যবধানে জিতেছে। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য।
আর বল হাতে দুর্দান্ত সিরিজ পার করেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন। পরের দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন। ১২ উইকেটের সঙ্গে প্রথম দুই ম্যাচে ঝড়ো ব্যাটিং করে সিরিজ সেরা হয়েছেন রিশাদ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com