স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার ম্যাচে জয়ই লক্ষ্য ঋতুপর্ণা-আফঈদাদের। প্রায় সাড়ে তিন মাস পর আবারও আন্তর্জাতিক ম্যাচে ফিরে দিনটি নিজেদের করে নিতে চাইছে পিটার বাটলারের দল।
ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে এই ম্যাচ দিয়ে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হবে বাংলাদেশের মেয়েদের। মাঠে নামার আগে বাংলাদেশ দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, মেয়েরা তাদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিচ্ছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com