ঢাকা      শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

জেনেভা ক্যাম্পে র‌্যাব-সেনাবাহিনীর অভিযান

IMG
24 October 2025, 4:32 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুই পক্ষের সংঘর্ষে জাহিদ নামে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র‌্যাব ও সেনাবাহিনী। এ সময় কোনো অপরাধীকে ধরতে না পারলেও পিস্তল-গুলি, দেশীয় অস্ত্র, হেলমেট ও বিয়ার জব্দ করা হয়। আজ শুক্রবার (২৪ অক্টোবর) র‌্যাব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সেনাবাহিনী ও র‍্যাব-২-এর বিশেষ অভিযানে জেনেভা ক্যাম্পের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

এছাড়া পাচটি সামুরাই, ১০টি বড় ছোড়া, দু'টি চাইনিজ কুড়াল, ১৪টি পেট্রোল বোমা, ১০ ক্যান বিয়ার, ৩৩ পিস এসএস পাইপের লোহার লাঠি এবং ৩০টি হেলমেটও জব্দ করে যৌথবাহিনী। তবে এ সময় কোনো অপরাধীকে আটক করা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার জাহিদের মৃত্যুর ঘটনা ঘিরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে জেনেভা ক্যাম্পের ৪ নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। এ সময় একটি ককটেলের আঘাতে প্রাণ হারান জাহিদ (২০) নামের এক তরুণ। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন