কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগকে পুনর্বাসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়া বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ পাটোয়ারী বাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা জি.আর. শামীম, আমির হোসেন, ওয়াসিম, মোঃ রিপন, জালাল হোসেন পাটোয়ারী, ইমরান মজুমদার, উপজেলা ছাত্রদল নেতা হাফিজ উদ্দিন তুষার, আনোয়ার, রাসেদসহ আরও অনেকে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “একটি গোষ্ঠী সুকৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। জনগণ গণতন্ত্র রক্ষায় রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।”
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং দেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com