স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মহিলা বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর কোন জয় পায়নি টাইগ্রেসরা। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫ টিতেই হেরেছে বাংলাদেশ। ফলে আসর থেকে আনুষ্ঠানিক বিদায় ঘণ্টা বেজে যায় নিগার সুলতানা জ্যোতিদের। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে টাইগ্রেসরা।
শেষ ম্যাচটি জিততে পারলে অন্তত পাকিস্তানের ওপরে থেকে, পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে বাংলাদেশের মেয়েরা। তাই ভারতের বিপক্ষে জিততে মরিয়া জ্যোতির দল। যদিও কাজটি বেশ কঠিন। কেননা শক্তিমত্তায় হারমানপ্রিত কাউরের দল বেশ এগিয়ে।
ভারতের সাথে মুখোমুখি ৮ ম্যাচের ৬টিতে হেরেছে বাংলাদেশ, জয় পেয়েছে একটিতে। অন্য ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শেষ চার নিশ্চিত করার পরও ভারত এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে জয়ের মোমেন্টাম নিয়েই সেমিফাইনালের মিশন শুরু করতে চায় ব্লু উইমেনরা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com