মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মেহেরপুরের উজলপুর গ্রামের মৃত গনির স্ত্রী শাহিদা খাতুন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘরিয়া গ্রামে একটি জমিতে কাজ করছিলেন। পানি খাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে স্থাপিত টিউবওয়েলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আশপাশের ব্যক্তিরা দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আঘাতকারী ট্রাকটি জব্দ করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com