মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা করেছে জেলা যুবদল। মঙ্গলবার বিকালে সড়ক বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক ছামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওশেদ আহমেদ রনি, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লবসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com