 
						
							ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হলো না? তিনি আরও বলেন, অদৃশ্য কারণে, যেকোনো ষড়যন্ত্র বা চক্রান্ত, যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি। এতে আমি অসম্মানিত ও হয়রানির শিকার হয়েছি। ফ্যাসিস্টের পতন হয়েছে, ইউনূস সরকার আমলে আমি আশা করিনি, আমার সঙ্গে এমন হবে। আশা করি, সরকার এ ব্যাপারে নজর দিয়ে সমস্যার সমাধান করবে। এটিই আমার বিশ্বাস। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এহছানুল হক মিলন বলেন, গতকাল দুপুরে চিকিৎসার জন্য ব্যাংককে যাত্রাকালে বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আমাকে বাধা দেওয়া হয়। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি, আমার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু কারণ জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি।
কোনো পুরোনো পাসপোর্ট আছে, যেখানে নামের বানানে অসংগতি আছে, জানতে চাইলে তিনি বলেন, আমার পুরোনো পাসপোর্টে নাম ছিল এএনএম এহসানুল হক। পরবর্তীতে এটা এক্সপায়ার করে নতুন পাসপোর্ট নেওয়া হয়েছে, সেখানে নাম লেখা এনআইডি কার্ড অনুযায়ী। মিলন নামটি শুধু সংযুক্ত হয়েছে। দু'টি পাসপোর্ট একসঙ্গে নিয়েই আমি গিয়েছিলাম। এয়ারপোর্টে পাসপোর্ট বিভ্রান্তি আসলে মূল কারণ না।
'আমি কখনো কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দেশ ও মানুষের ভালোবাসাই আমাকে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে' যোগ করেন তিনি।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে আমার মতো ক্লিন ইমেজের মানুষের সঙ্গে ঘটেছে। তবে এই সরকারের ভেতর থেকে কেউ কিছু করবে বলে আমি মনে করি না। কোথাও না কোথাও ভুল ইনফরমেশন আছে। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com
 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							