 
						
							স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের আরেকটি ফুটবল ক্লাব পড়লো ফিফার নিষেধাজ্ঞার খড়গে। এবার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা দিলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার পাঠানো এক চিঠিতে গত বুধবার এই নিষেধাজ্ঞা পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গত ২০২২-২৩ মৌসুমে সাদা-কালোদের হয়ে খেলে যাওয়া ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ফিফার চিঠি অনুসারে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি মেইসাম। তাই বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে মোহামেডানের নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আগামী টানা তিনটি ট্রান্সফার উইন্ডোতে কার্যকর থাকবে।
এই সময়ের মধ্যে মেইসাম অর্থ বুঝে না পেলে ফিফার কাছ থেকে আরও কঠোর শাস্তি পেতে পারে মোহামেডান। ক্লাবটির সূত্রে জানা গেছে, বকেয়া পারিশ্রমিকের পরিমাণ প্রায় ৬০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ ৩৬ হাজার টাকা)।
গত মৌসুমে প্রথমবারের মতো দেশের পেশাদার লিগের শিরোপা জয়ী মোহামেডান বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। এবার ফিফার নিষেধাজ্ঞার কারণে তারা চলতি মৌসুমের মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো খেলোয়াড় দলে না নিতে পারার শঙ্কায় পড়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও (বাফুফে) একই চিঠি দিয়ে ফিফা নির্দেশ দিয়েছে, যদি এখনও সংস্থাটি এই নিষেধাজ্ঞা কার্যকর না করে থাকে, তাহলে যেন অবিলম্বে তা জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করে।
মোহামেডানের আগে বসুন্ধরা কিংস ও শেখ জামাল চলতি বছরের জানুয়ারিতে একই নিষেধাজ্ঞা পেয়েছে। ফিফার নিবন্ধন বিষয়ক নিষেধাজ্ঞা পোর্টালের তথ্য অনুযায়ী, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পাঁচটি ও শেখ জামালের বিরুদ্ধে দু'টি অভিযোগ রয়েছে। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com
 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							