চাঁদপুর, বাংলাদেশ গ্লোবাল: চাঁদপুরের মতলবে অনুষ্ঠিত হলো 'মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫'। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়।
ম্যাচটি ছিল মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি সৃষ্টির এক অনন্য উদাহরণ। রোমাঞ্চকর এই খেলায় মতলব উত্তর উপজেলা দল ২-০ গোলে মতলব দক্ষিণ উপজেলা দলকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com