বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎস'র্গ করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেন শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজিবি জানায়, গত ১২ অক্টোবর নায়েক আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপি-তে অস্থায়ীভাবে সংযুক্ত দায়িত্ব পালন করছিলেন। ওই দিন সকালে পেয়ারাবুনিয়া সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে দ্রুত রামু সিএমএইে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন বিজিবি'র হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়।
উপস্থিত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজ (ইন্টেনসিভিস্ট বিশেষজ্ঞ)-এর তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট ধরে সিপিআর প্রদান করা হলেও তার হৃদ্স্পন্দন ফিরে আসেনি। দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নায়েক আক্তার হোসেনের মৃত্যুতে বিজিবি'তে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এক সাহসী সহযোদ্ধাকে হারালাম। নায়েক আক্তার হোসেনের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
জানা গেছে, প্রয়াত নায়েক আক্তার হোসেনকে আজ শনিবার নিজ জেলা ভোলার দৌলতখানে দাফন করা হবে পূর্ণ সামরিক মর্যাদায়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com