ঢাকা      শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

IMG
01 November 2025, 5:48 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পুনরায় সংশোধন করার চেষ্টাকে একটি বিশেষ রাজনৈতিক দলের ‘অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতি স্বীকার’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এই সিদ্ধান্ত মানবে না বলেও ঘোষণা দিয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক জরুরি ভিডিও বার্তায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভিডিও বার্তায় ডা. তাহের বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি।’ তিনি অভিযোগ করেন, আরপিওতে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত ইতঃপূর্বে গৃহীত হলেও একটি দলের চাপে তা পুনর্বিবেচনা করা হচ্ছে।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত–বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে–আবার সেটা পুনর্বিবেচনার নামে একটি দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এতে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা এ সিদ্ধান্ত মানি না এবং এ সিদ্ধান্ত গ্রহণের নিন্দা জানাচ্ছি।’

ডা. তাহের আরও বলেন, নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদে ‘প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে যে দু'টি সিদ্ধান্ত হয়েছিল, জামায়াতে ইসলামী সেই সিদ্ধান্তের সঙ্গে একমত এবং জাতিও একমত।

তিনি হুঁশিয়ারি দেন, ‘আমরা গত বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে - এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত।’

তিনি মনে করেন, জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাইছে, নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা-উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে ডা. তাহের বলেন, ‘এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না।’

তিনি আশা প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টা তার নিজস্ব ‘সংস্কার-রিফর্ম’ সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। তিনি বলেন, যদি প্রধান উপদেষ্টা সেই ওয়াদা ভঙ্গ করেন, তবে জাতি মনে করবে তিনি জাতির সঙ্গে ‘খেলাফ’ করছেন। তিনি দৃঢ় ভূমিকা পালন করে সংস্কার বাস্তবায়নে যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত ঘোষণা করার আহ্বান জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন