ঢাকা      সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

মুন্সীগঞ্জে ৪০টি ককটেল উদ্ধার

IMG
03 November 2025, 9:45 AM

মুন্সীগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: যৌথ বাহিনীর অভিযানে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকার এক বাড়ি ও পাশের ড্রেন থেকে প্রায় ৪০টি তাজা ককটেল, দু'টি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, একটি ছুরি এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। গতকাল রোববার বিকেল তিনটার দিকে পরিচালিত ওই অভিযানের নেতৃত্ব দেয় সেনাবাহিনী।

এ সময় মো. হাসান বেপারী (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি মুন্সীগঞ্জ উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার বাসিন্দা।

অভিযানটি পরিচালিত হয় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে। স্থানীয়রা প্রথমে বাড়ির পাশে ড্রেনের ভেতর বালতি ভর্তি ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে ১৯ বেঙ্গল রেজিমেন্ট ও মুন্সীগঞ্জ সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক এবং সঙ্গে ৯৫টি খালি টিনের কৌটা জব্দ করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে (১৮৮৪) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন