ঢাকা      সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

IMG
03 November 2025, 9:57 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছে। এছাড়া ১৫০ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশ সামানগানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জোয়ান্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল রিপোর্ট অনুযায়ী মোট ১৫০ জন আহত এবং সাতজন মারা গেছেন। এই সংখ্যা সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে সংগ্রহ করা প্রতিবেদনের ভিত্তিতে জানানো হয়েছে বলে জানান তিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় আঘাত হানে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ২৮ কিলোমিটার। আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে আসে বাসিন্দারা।

এর আগে, গত ৩১ আগস্ট দেশটিতে আঘাত হেনেছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির শিকার হয় ২ হাজার ২০০ জনের বেশি মানুষ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন