ঢাকা      মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিরোনাম

বিজিবির মানবিক দৃষ্টান্ত, ঘরে ফিরলো মানসিক ভারসাম্যহীন

IMG
04 November 2025, 12:29 PM

কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম ধর্মদহ সীমান্তের শূন্য লাইন থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুরে ৪৭ বিজিবির পশ্চিম ধর্মদহ বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৩-আর-এর কাছে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করে। পরে জানা যায়, তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের তোফাজ্জল শেখের ছেলে ফিরোজ আহম্মেদ সাদ্দাম (৩৩)।

পরিবারের সঙ্গে যোগাযোগের পর কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাদ্দামকে তার বাবার হাতে হস্তান্তর করেন। বিজিবির এই মানবিক পদক্ষেপে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সব ধরনের মানবিক কার্যক্রমেও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া তারই বাস্তব উদাহরণ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন