ঢাকা      মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিরোনাম

৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন

IMG
04 November 2025, 4:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে একইদিন অনুষ্ঠিত হবে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।

আজ কুর্মিটোলা গলফ ক্লাবে সহ-সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্বাচন আয়োজনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিকেএসপি’র প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহীন মনোয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অপর দুই নির্বাচন কমিশনার হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিনা রহমান। আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিওএ’র বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সভায় বিওএ কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে বিভিন্ন ফেডারেশন/এসোসিয়েশন/সংস্থা হতে প্রাপ্ত কাউন্সিলরদের তালিকা নিশ্চিত করা হয়।

এছাড়া বাহরাইনে অনুষ্ঠিত ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে কাবাডি পুরুষ ও মহিলা দল প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক অর্জন করায় সুবিধাজনক সময়ে তাদেরকে আর্থিক পুরস্কার এবং সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন