ঢাকা      মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিরোনাম

নির্বাচনকালে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান

IMG
04 November 2025, 4:20 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।

বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের ন্যায়সংগত ও ইতিবাচক ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়ক হবে।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর অংশ হিসেবে গণমাধ্যমগুলোকে নির্বাচনকালীন স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের প্রতিটি পর্যায়ে ভ্রান্ত তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে যথাযথ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও বিষয় নিয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা শক্তিশালী করতে হবে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়, যাতে নির্বাচনকালীন সময়ে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা যায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন