ঢাকা      বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
শিরোনাম

জয়পুরহাটে দুই আসনেই বিএনপির নতুন প্রার্থী

IMG
05 November 2025, 2:42 PM

জয়পুরহাট, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনেই নতুন দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন।

তালিকা অনুযায়ী জয়পুরহাট-১ আসনে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) মনোনয়ন পেয়েছেন আব্দুল বারী।

মাসুদ রানা প্রধান জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে। অপরদিকে আব্দুল বারী সাবেক সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি।

নাম ঘোষণার পর রাতেই সর্বসাধারণ নতুন দুই নেতার বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেছেন। নাম ঘোষণার পর থেকে নতুন সাড়া জাগে বিএনপির তৃণমূল ও সাধারণ ভোটারদের মধ্যে। রাত থেকেই এলাকায় ভিন্নরূপে শুরু হয়েছে গণসংযোগ, কর্মী সভা ও সমাবেশ।

প্রার্থী মাসুদ রানা প্রধান জানান, আমার বাবা মোজাহার আলী প্রধান জয়পুরহাট-১ আসনের এমপি ছিলেন। আমি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে থেকে রাজনীতি করতাম।

দীর্ঘদিন বাবার সঙ্গে থেকে জনগণের কাছে গেছি। এলাকাবাসীর বিপদে আপদে পাশে থেকেছি। বাবার মত জনতার পাশে থেকে জয়পুরহাটবাসীর সেবা করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি করার কারণে বিগত দিনে ক্রসফায়ারের ভয়ে হয়ে পালিয়ে দিন কাটিয়েছি।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে মূল্যায়ন করে জয়পুরহাটবাসীর সেবা করার জন্য মনোনীত করেছেন। এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন