ঢাকা      বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
শিরোনাম

জামালপুরে গরীবের ডাক্তার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন ফিদেল নঈম

IMG
06 November 2025, 4:02 PM

মাসফি আকন্দ, জামালপুর: জামালপুরে গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন গরীবের ডাক্তার খ্যাত ডা. ফিদেল নঈম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের ছেলে ডা. ফিদেল নঈম এমবিবিএস শেষ করে বিদেশে স্থায়ী হতে চাইলে তার মৃত্যু পথযাত্রী মা তাকে যেতে দেননি। মায়ের শেষ ইচ্ছা ছিলো ছেলে যেন দেশে থেকে গরীব মানুষের চিকিৎসা সেবা দেন এবং তাদের পাশে থাকেন।

মা দুনিয়া ছেড়ে গেলেও ডা. ফিদেল নঈম থেকে যান দেশে। মায়ের শেষ ইচ্ছা পূরণে অসহায় মানুষদের বিনামূল্যে রোগী দেখা ও চিকিৎসা সেবার পাশাপাশি করে থাকেন আর্থিক সহায়তা।

ইতোমধ্যে তিনি তার নিজ অর্থায়নে জেলার মেলান্দহ ও মাদারগঞ্জের বিভিন্ন জায়গায় করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়াও অংশগ্রহণ করেছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে।

ঢাকায় চাকরি জীবনের ব্যস্ততা শেষে একটু অবসর পেলেই নাড়ির টানে ছুটে আসেন নিজ উপজেলায়।

ডা. ফিদেল নঈম জানান, আমাদের এলাকায় অসংখ্য অসহায় মানুষ চিকিৎসা সেবা ও শিক্ষাসহ নানাভাবে বঞ্চিত। আমাদের এলাকার রাস্তার বেহাল দশা। আমি সেগুলো নিয়ে কাজ করতে চাই।আমি চাই গরীব ও পথশিশুদের জন্য একটা স্কুল করতে ও একটা স্বাস্থ্য কেন্দ্র খুলতে, যাতে স্কুলে বাচ্চারা বিনামূল্যে লেখাপড়ার পাশাপাশি অসহায় মানুষ স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্য চিকিৎসা পাবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন