শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি টিম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের নানা অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল-২-এর সহকারী পরিচালক আরিফ আহমদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট টিম এই অভিযান পরিচালনা করেন। দুদকের উপ-সহকারী পরিচালক বিলকিস বানু এবং কনস্টেবল রাসেল রানা অভিযানে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমদ বলেন, 'আমরা সকাল থেকে সাধারণ মানুষের বেশে রোগী হিসেবে হাসপাতালে আসি। এ সময় হাসপাতাল ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের নানা অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়ম আমাদের চোখে পড়েছে। বিষয়গুলো আমরা আমলে নিয়েছি, আমরা বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com