ঢাকা      শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  • বাংলাদেশ গ্লোবালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-২০৮০২৬ নম্বরে যোগাযোগ করুন।
  • বাংলাদেশ গ্লোবালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।

জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নির্বাচনে জিতবে বিএনপি: ডা. জাহিদ হোসেন

IMG
06 November 2025, 4:50 PM

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ: তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করেই বিএনপির রাজনীতি করতে হবে। আর জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার সকল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। দিনাজপুর-৬ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে চালিত করে। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি ও সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় এবং সমান সুযোগ নিশ্চিত করা।

সভায় নবাবগঞ্জ উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল এতে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন