মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে, নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখনও ষড়যন্ত্র হয়। আবার বিএনপি যখন ক্ষমতায় যাবে, তখনও ষড়যন্ত্র হয়। বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সকল বিভেদ-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর - নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী মনোনীত করায় বৃহস্পতিবার তাকে দেয় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com