ঢাকা      শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

ওয়ারেছ আলী মামুনকে জামালপুরে উষ্ণ অভ্যর্থনা

IMG
07 November 2025, 1:49 PM

মাসফি আকন্দ, জামালপুর: জামালপুর-৫ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা থেকে জামালপুরে আসলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুক সংখ্যক নেতা-কর্মী তাকে স্বাগত জানান।

তার আগমন উপলক্ষে জামালপুর পৌর শহরের ১ নং ওয়ার্ড শ্রমিক দল ও এলাকাবাসীর আয়োজনে হযরত শাহ জামাল (রঃ)-এর মাজারে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আল-আমিন,জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খসরু, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য মোঃ ফরহাদ হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ হোসেন, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ জামির হোসেন, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আঃ আউয়াল, পৌর বিএনপির
সহ-সাধারণ সম্পাদক মোঃ নুর-ইসলাম, যুব নেতা মোঃ শান্ত আহম্মেদ, রাজু আহম্মেদ, ফারুক আহমেদ, নাহিদ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন