ঢাকা      শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

দু'দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

IMG
08 November 2025, 12:02 PM

পাবনা, বাংলাদেশ গ্লোবাল: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার (৮ নভেম্বর) দু'দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসে পৌছেছেন। সকাল ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সকাল পৌনে ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাজাহান, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ পাবনার গণ্যমান্য ব্যাক্তি ও পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৬ মাস পরে তিনি নিজ জেলা পাবনায় আগমন করলেন।

সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি পাবনা শহরের আরিফপুরে তার বাবা-মার কবর জিয়ারত করবেন। বিকেলে কালাচাঁদপাড়ার জুবলী ট্যাঙ্কস্থ নিজ বাড়িতে যাবেন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। এছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি এবং রাতে পাবনা সার্কিট হাউসে থাকবেন। সফরের শেষ দিন আগামীকাল রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন