শরীফুল ইসলাম, সাভার: আজ গণপ্রকৌশল ও আইডিইবি'র ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আইডিইবি সাভার-ধামরাই সাংগঠনিক জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় সাভার উপজেলার চত্বরে বেলুন উড়িয়ে র্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন আইডিইবি সাভার-ধামরাই সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ। র্যালিটি সাভার উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রকৌশলী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোখলেছুর রহমান (ইবনে সিনা), প্রকৌশলী রমজান আলী (আণবিক শক্তি কমিশন), প্রকৌশলী ইউসুফ আলী (গণপূর্ত), প্রকৌশলী মোজাম্মেল হক (বেপজা), প্রকৌশলী সাজ্জাদ (হাওর আইটি), প্রকৌশলী আব্দুল কুদ্দুস (এফডিইবি), প্রকৌশলী আব্দুল কাদের (জাবি) ও প্রকৌশলী ফিরোজ সালাউদ্দিন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com