মৌলভীবাজার, বাংলাদেশ গ্লোবাল: বিশিষ্ট আলেম আব্দুল হান্নান আর নেই। আজ শনিবার (০৮ নভেম্বর) দুপুর দুইটায় মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরিতে নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল হান্নান সাংবাদিক হাসনাত কামালের বাবা।
উচ্চ শিক্ষা নিয়েও এলাকার মানুষকে আলোকিত করতে নিজ গ্রামে সারা জীবন কাটিয়ে দিয়েছেন আব্দুল হান্নান। জীবনে হাজারো ছাত্রকে শিক্ষা দিয়েছেন। গ্রামের পিছিয়ে পড়া মানুষকে আলোকিত করেছেন তিনি।
আজ শনিবার রাত আটটায় মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর জানাজায় শরিক হওয়ার জন্য মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com