ঢাকা      রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না: মওদুদ হোসেন আলমগীর পাভেল

IMG
08 November 2025, 11:02 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যে দলটি সংস্কারের সূচনা করেছিল, সেই দলকে অন্ততপক্ষে সংস্কার শেখাতে হবে না। আজ শনিবার সন্ধ‍্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. মওদুদ বলেন, বগুড়ার মাটি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম দিয়েছে। এই মাটি একজন পুত্রবধূকে পেয়েছে, যিনি গণতন্ত্রকে মুক্ত করেছেন। মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো একজন ব্যক্তিত্বকে এই মাটি ধারণ করেছেন; যিনি আগামী দিনের বাংলাদেশেকে গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বরে - যে সময় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন দেশ দেখার কেউ ছিল না। তখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দুর্দশাগ্রস্ত অবস্থা - সেই সময় জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করেছিলেন। তাই বিএনপির সঙ্গে ইসলাম যুক্ত করার প্রয়োজন হয়নি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন