মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: “কাবিং করি, বড়দের কথা মেনে চলি”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী-২০২৫। শনিবার দুপুরে কানাইখালী মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই ক্যাম্পুরীর উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কাব স্কাউটিং শিশুদের শৃঙ্খলা বোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পড়াশোনা, শরীর চর্চা ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই একটি সুশৃঙ্খল জীবনের ভিত্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com