শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে। আজ সোমবার সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেডের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়,গত কয়েকদিন ধরে ডিইপিজেড এলাকার বিদেশু মালিকানাধীন একই মালিকের তিনটি প্রতিষ্ঠান এ্যাক্টর এক্সপোর্টিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স-এর শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলেন।আজ তারা সেখানে আন্দোলনে নেমে অসোন্তোষ সৃষ্টি করে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করে।
এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় সংঘর্ষে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com