ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু

IMG
11 November 2025, 10:18 AM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করে ধানের শীষে পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।

আজ সোমবার দুপুরে তিনি বগুড়া পৌরভার ৯ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর, মফিজ পাগলার মোড, রিয়াজ কাজি লেন সড়ক ও খান্দার এলাকায় গণসংযোগ করেন। সাবেক এ এমপি গণসংযোগকালে ভোটারদের মধ্যে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক হারুনুর রশিদ সুজন, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সোহাগ।

এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান উৎসব, সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ শহর যুবদলের নেতৃবৃন্দ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন