ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানে বিসিবি: রুবাবা দৌলা

IMG
11 November 2025, 11:03 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে বিসিবির পরিচালক রুবাবা দৌলা বলেছেন, "যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আমরা এমন একটি পরিবেশ তৈরি করবো, যেখানে প্রত্যেকে নিরাপদ ও আত্মবিশ্বাসী অনুভব করবে।” সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিনে তিনি এ কথা বলেন।

বিসিবি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক উচ্চাভিলাষী রূপরেখা তৈরি করেছে। মূল লক্ষ্য—বিকেন্দ্রীকরণ, সমতা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন।

এ সময় বিসিবির পরিচালক রুবাবা দৌলা আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে নারী ও পুরুষ—দু'জনই সমানভাবে এগিয়ে যেতে পারে। ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। আমরা এমন মান তৈরি করতে চাই, যা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে উঠবে।”

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন