স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি এবং ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে 'বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স-২০২৫'। দু'দিনব্যাপী এই কনফারেন্সের সমাপনী দিন ছিল সোমবার।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আঞ্চলিক কাঠামোর ক্ষমতায়ন, বিসিবির চার্টার, বিকেন্দ্রীকরণ কৌশল এবং তৃণমূল থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে উন্নয়নের রোডম্যাপ নিয়ে বিশদ আলোচনা হয়। দেশের ক্রিকেটের ৬৪ জেলার প্রতিনিধিবৃন্দ ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় আসিফ মাহমুদ জানান, সারাদেশের অন্তত ১৫০টি মাঠে সিনথেটিক টার্ফ বসানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘দেশের প্রায় প্রতিটি স্কুলেই মাঠ আছে। সেই স্কুলগুলোর তালিকা করে আমরা মাঠগুলোতে সিনথেটিক টার্ফ বসানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com