ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

ধামরাইয়ে তিনটি অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

IMG
11 November 2025, 11:53 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি ইটভাটায় মাটি ব্যবহারের অনুমতি না থাকায় তিন লাখ করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় তিনটি ইটভাটার চিমনি সম্পূর্ণ ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে ইটভাটাগুলোর সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বিবিসি ব্রিকস, ডিবিসি ব্রিকস, নূর ব্রিকস ও স্টাইল ব্রিকসকে তিন লাখ করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এন এ এম ব্রিকস, এইচএমবি ব্রিকস ও ফোর স্টার ব্রিকস নামের তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ কেটে চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযান চলাকালীন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুকসহ পুলিশ সদস্য, ধামরাই ফায়ার সার্ভিস ও র‌্যাব-৪-এর সদস্যরা।

ধামরাইয়ের সকল অবৈধ ইটভাটায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন