রিপন গোয়ালা অভি, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস ওই এলাকার বাসিন্দা।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান, সোমবার রাত সোয়া তিনটার দিকে ওই এলাকার পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বাসটিতে তল্লাশি চালিয়ে সিটে থাকা একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুকনুজ্জামান জানান, বাসে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com