ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

সাভারের বনগাঁও ইউনিয়নে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির পথসভা

IMG
11 November 2025, 3:09 PM

শরীফুল ইসলাম, সাভার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে ঢাকা-১৪ আসনের অন্তর্গত বনগাঁও ইউনিয়নে পথসভা করেছে ঢাকা-১৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে তিনি পথসভা করেন।

এসময় সানজিদা ইসলাম তুলি বলেন, ঢাকা-১৪ আসনে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে বনগাঁও ইউনিয়নের সকল সমস্যা সমাধান করবেন ও ইউনিয়নটিকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

তিনি অভিযোগ করেন, একটি দেশ থেকে বাংলাদেশে নাশকতা করা হচ্ছে। তাই বিএনপি নেতা-কর্মীরা সোচ্চার রয়েছেন যেন কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। বিএনপি কারও সাথে হিংসা বিদ্বেষের রাজনীতি চায়না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন