শরীফুল ইসলাম, সাভার: ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ কেতাবুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় তার কাছ থেকে আড়াই কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার দাম আড়াই কোটি টাকা।
আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকার ভাড়া বাসা থেকে কেতাবুলকে আটক করা হয়। আটককৃত
কেতাবুল পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি রাজমিস্ত্রি পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী করে আসছেন বলে।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেতাবুলকে গতকাল থেকে নজরে রাখা হয়েছিল। পরে আজ সকালে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটককৃত কেতাবুলকে থানায় হস্তান্তরের পাশাপাশি এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com