শরীফুল ইসলাম, সাভার: আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রী কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই তারা দেশে জ্বালাও-পোড়াও করলে দেশের মানুষ ও সরকার তাদের কঠোর হাতে দমন করবে। এতে কোন সন্দেহ নাই। এদেশে তাদের কোন রাজনীতি করার অধিকার নেই। অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com