ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দল। আজ রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আট দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা রাজধানীতে শাটডাউন ও লকডাউনের নামে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
তিনি অভিযোগ করেন, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নগরীর হোটেলগুলোতে অচেনা ব্যক্তিদের অস্বাভাবিক উপস্থিতি—এসব ঘটনা দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, আট দলের নেতারা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের জন্য সংলাপে বসার আহ্বান জানায়। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাধানে পৌঁছাতে তাদের জোট সংলাপকে অগ্রাধিকার দেবে, তবে প্রয়োজনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে।
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শুক্রবার (১৪ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা-মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি জানান, রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন করা হবে। তিনি বলেন, ‘রোববারের বৈঠকের আগে যদি জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ওই সংবাদ সম্মেলন থেকেই আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করব, ইনশাআল্লাহ।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাশার আজাদ, জাগপা’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com