স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নিজ খরচে দেশের বাইরে গিয়ে জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনুশীলন করেছেন সাদমান ইসলাম। ঘণ্টায় প্রায় ২৫০ অস্ট্রেলিয়ান ডলার ফি দিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি অনুশীলন করেছিলেন সাবেক বাংলাদেশ কোচ হাথুরুসিংহের একাডেমিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পর সাদমান নিজেই জানালেন, আসলে কেন গিয়েছিলেন হাথুরুর কাছে।
বুধবার দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম বলেন, ‘ওখানে (সিডনি) যাওয়ার মূল কারণ ছিল কন্ডিশনটা বুঝে নেওয়া। সিডনির উইকেট কেমন, সেটা দেখার আগ্রহ ছিল। হাথুরুসিংহে না থাকলে সেখানে যাওয়ার সুযোগই পেতাম না, তাই ওর কাছেই গিয়েছি। তেমন টেকনিক্যাল কাজ হয়নি, বরং ওর সঙ্গে আলোচনা করেছি—কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে বড় ইনিংস গড়া যায়, নিজের খেলার ধরণ কীভাবে বদলানো যায়।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com