স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। মাহমুদুল হাসান জয় অপরাজিত রয়েছেন ১৬৯ রানে। এছাড়া মুমিনুল হক ৮০ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেনার জয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড কোচ হেনরিখ মালান। তিনি বলেছেন, ‘সে (জয়) দারুণ ব্যাট করেছে। সত্যি বলতে, তারা আমাদের খুব একটা সুযোগ দেয়নি। বাংলাদেশের ব্যাটাররা সলিড ইনিংস খেলেছে। এটা প্রমাণ করে, তারা নিজেদের কন্ডিশন কত ভালো জানে। কিছু সময় তারা যেন ‘তৃতীয় গিয়ারে’ চলে যায়, মানে আমাদের পরিকল্পনার জবাবটা কৌশলগতভাবে দিয়েছে। একবার তারা সেট হয়ে গেলে তাদের বিরুদ্ধে বোলিং করা সত্যিই কঠিন হয়ে যায়।’
আইরিশদের লক্ষ্য এখন বাংলাদেশের সংগ্রহ আর বাড়তে না দেওয়া। হেনরিখ মালান বলেছেন, ‘সত্যি বলতে সারাদিনে আমরা মাত্র একটা সুযোগ তৈরি করতে পেরেছিলাম। আমার মনে হয় না আমাদের ফিল্ডিং খুব বেশি খারাপ ছিল। আমাদের গ্রাউন্ড ফিল্ডিং খুবই ভালো ছিল। আমরা যদি ওই একটা সুযোগ নিতে পারতাম, তাহলে আরো ভালো হতো। আমরা সারাদিনই আলোচনা করছিলাম যে চাপ তৈরি করে সুযোগ সৃষ্টি করতে হবে। কাল (বৃহস্পতিবার) আমাদের জন্য বড় একটা দিন। আশা করি আমরা আরো বেশি সুযোগ তৈরি করতে পারব এবং সেগুলোকে কাজে লাগাতে পারব।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com