ঢাকা      বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ, ম্যাচ নিয়ে বাড়তি নিরাপত্তা

IMG
13 November 2025, 3:45 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হবে আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের জয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার। আজ দুপুর দুইটায় প্রথম ম্যাচ, আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় দ্বিতীয় ও ১৬ নভেম্বর তৃতীয় ম্যাচ।

আওয়ামী লীগের কর্মসূচির কারণে আজকের ম্যাচ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগে আছে হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, পাকিস্তান দলকে মাঠে আনা হবে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে। দলটি স্টেডিয়াম সংলগ্ন এক হোটেলে অবস্থান করছে, ফলে যাতায়াতে তেমন সমস্যা হবে না মনে করছে ফেডারেশন।

রিয়াজুল হাসান বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি আমরা, তারা নিরাপত্তা দেবে। পাকিস্তান দলকে আমরা পরিস্থিতির কথা বলেছি। এমনিতে এক ঘণ্টা আগে মাঠে আসার কথা তাদের, আজ দেড় ঘণ্টা আগে আসবে।’

সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেন, ‘আমাদের আর তাদের মধ্যে বড় পার্থক্য আছে। সেই পার্থক্য কমানোই এখন লক্ষ্য। যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি, মাঠে নেমে লড়ব।’

আইকম্যান পাকিস্তানের সাবেক কোচ। নিজের সাবেক দলকে নিয়ে মৃদু রসিকতাও করলেন, ‘আমি ওদের বলেছি, আমার শেখানো কৌশল দিয়েই যেন আমাকে হারাতে না আসে (হাসি)!’

বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘ক্রিকেট-ফুটবলের চাপে হকি অনেকটা পিছিয়ে গেছে। নিয়মিত ক্যাম্প, লিগ বা টুর্নামেন্ট থাকলে আমরা ফিটনেস ও মানসিকভাবে আরও উন্নতি করতে পারব।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল, কিন্তু হারানোর কিছু নেই। চেষ্টা করলে পাওয়ার অনেক কিছু আছে।’

পাকিস্তানের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রশংসা করেছেন আতিথেয়তার। কোচ ওসমান আহমেদ বলেন, ‘বাংলাদেশের আতিথেয়তা ও সুন্দর মাঠের জন্য ধন্যবাদ। এটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিরিজ। আশা করছি ভালো ম্যাচ হবে।’

পাকিস্তান অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বলেন, ‘আমি ঢাকায় অনেকবার খেলেছি। এখানকার মানুষ দারুণ। আশা করি দর্শকরা খেলা উপভোগ করবেন এবং দু'দলকেই সমর্থন করবেন।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন