ঢাকা      বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

IMG
13 November 2025, 5:09 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাছাইয়ের দুই ম্যাচ বাকি থাকলেও এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন বাকি দু'টি ম্যাচ জয় দিয়ে শেষ করার আশা কোচ হাভিয়ের কাবরেরার দলের। যার একটিতে মাঠে নামবে আগামী ১৮ নভেম্বর। সেই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে আজ মাঠে নামছেন হামজা চৌধুরী-শমিত সোমরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দু'দল মুখোমুখি হবে রাত ৮টায়।

সাম্প্রতিক পারফরম্যান্স ও স্কোয়াড বিবেচনায় এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচ খেলতে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী ও শমিত সোম। ম্যাচের শুরু থেকেই হামজাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তির জন্য শুরুর একাদশের বাইরে রাখা হতে পারে শমিতকে।

বাংলাদেশ-নেপালের সর্বশেষ দেখায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দুই দল। সেপ্টেম্বরে হামজা-শতিদের ছাড়াই দু'টি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছিল বাংলাদেশ। তবে নেপালে জেন-জি আন্দোলনের কারণে একটি ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশকে।

জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০২০ সালে। সেই ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতিকে আবারও ফিরিয়ে আনার লক্ষ্য বাংলাদেশের।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেন, ‘আজকের ম্যাচও একই মানসিকতা নিয়ে খেলব, যেমন জামাল বলেছে যেভাবে আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জয়ের ধারায় ফিরতে চাই।’

বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে মানলেও ম্যাচ জিততে প্রস্তুত বলে জানালেন নেপালের কোচ হরি খাড়কার। তিনি বলেন, ‘বাংলাদেশ-নেপাল ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং। এখন হামজা ও অন্যান্য খেলোয়াড় যোগ হয়েছে, তো বাংলাদেশ পূর্ণাঙ্গ একটা দল। তবে আমরা তাদের নিয়ে ভীত নই। কেননা, ফুটবল একটা দলীয় খেলা। এখানে ব্যক্তিগত নৈপুণ্যের মূল্য আছে, কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা। আমরা ম্যাচের জন্য প্রস্তুত।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন