স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ৮৬। এখনও ২১৫ রানে পিছিয়ে আইরিশরা।
এর আগে, প্রথম সেশনে বাংলাদেশ তোলে ১০৯ রান। পরের সেশনে সাজঘরে ফেরার আগে সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। টেস্টের চতুর্থ দিন আজ শুক্রবার সফরকারীদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com